বরখাস্ত করা অফিসারদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন যারা নিজেদের নির্দোষ বলে দাবি করছেন, তাদের প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। তাদের ফ্রন্টলাইনে গিয়ে যুদ্ধে যোগ দিতে হবে। সম্প্রতি সেনা নিয়োগের দপ্তরগুলোতে অডিট করানো হয়েছে। আর সেই অডিট থেকেই এই পরিমাণ দুর্নীতির ছবি সামনে এসেছে।অভিযোগ, বিভিন্ন অঞ্চলে নিয়োগ-অফিসারেরা অর্থের বিনিময়ে ভুয়া মেডিক্যাল সার্টিফিকেট বিলি করেছেন। যে সার্টিফিকেট থাকলে যুদ্ধে অংশ নিতে হবে না। শুধু তা-ই নয়, অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত ব্যক্তিদের কমব্য়াট ফোর্সে পাঠানো হয়েছে বলেও অভিযোগ।
বিধ্বস্ত ইউক্রেনে সেনাবাহিনীতে ব্যাপক দুর্নীতি
কিয়েভ, ১৮ আগস্ট– ইউক্রেন এখন শুধু যুদ্ধে বিধ্বস্ত নয়, বিধ্বস্ত তার নিজের সেনা বাহিনীতে হওয়া দুর্নীতেতেও। যে কারণে প্রতিটি অঞ্চলে সেনাবাহিনীর নিয়োগ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। ১১২টি ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। একদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অন্যদিকে, দেশের অভ্যন্তরে বিরাট সমস্যার মুখে পড়েছে ইউক্রেন। যে সেনাবাহিনী লড়াই করছে, তার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে খবর