• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চেক বাতিল করায় ৮৫হাজারেরো বেশি জরিমানা এসবিআইকে

কর্ণাটক,৯ সেপ্টেম্বর — কর্নাটকের  হুবলি জেলার বাসিন্দা বদিরাজাচার্য ইনামদার ২০২০ সালের ৩ সেপ্টেম্বরের তারিখে ৬ হাজার টাকার বিদ্যুৎ বিল শোধ করেন। জানা গেছে, হুবলি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকে চেক লিখে বিদ্যুৎ বিল দেন।কিন্তু কন্নড় ভাষায় লেখা চেক চিনতেই পারল না কর্নাটকের ব্যাঙ্ক। ৯-কে ৬ ভেবে বাতিল করে দেওয়া চেকের জন্য ৮৫ হাজার টাকারও বেশি জরিমানা ভরতে হল

কর্ণাটক,৯ সেপ্টেম্বর — কর্নাটকের  হুবলি জেলার বাসিন্দা বদিরাজাচার্য ইনামদার ২০২০ সালের ৩ সেপ্টেম্বরের তারিখে ৬ হাজার টাকার বিদ্যুৎ বিল শোধ করেন। জানা গেছে, হুবলি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকে চেক লিখে বিদ্যুৎ বিল দেন।কিন্তু কন্নড় ভাষায় লেখা চেক চিনতেই পারল না কর্নাটকের ব্যাঙ্ক। ৯-কে ৬ ভেবে বাতিল করে দেওয়া চেকের জন্য ৮৫ হাজার টাকারও বেশি জরিমানা ভরতে হল স্টেট ব্যাঙ্ক ওফ ইন্ডিয়াকে ।বদিরাজাচার্য ইনামদার পুরো চেকটাই কন্নড় ভাষায় লিখেছিলেন।সেই ভুল বোঝাবুঝিতেই চেক বাতিল হয়ে যায়।ঘটনাটি গড়ায় আদালত অবধি।দু’বছর ধরে মামলা চলার পর আদালত বলে, এটা ব্যাঙ্কেরই ভুল। তাই ব্যাঙ্ককে ৮৫ হাজার ১৭৭ টাকা জরিমানা দিতে হবে।