দাউদের সম্পত্তিতে ‘সনাতনী সংস্কৃতি’ শিখবে শিশুরা

মুম্বই, ৬ জানুয়ারি– শুক্রবারই কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের মুম্বই স্থিত কিছু সম্পত্তি নিলামে তুলল প্রশাসন৷ আর শনিবার জানা গেল সেই সম্পত্তিতে ছোটদের ‘সনাতনী সংস্কৃতি’ শেখাবে সেই সম্পত্তির বর্তমান মালিক৷
কোটি টাকা মূল্যে কেনা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের সম্পত্তিতে সনাতনী হিন্দু স্কুল গড়তে চান জমিটির অধুনা মালিক৷ শুক্রবার ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড পলাতক ডনের মোট চারটি সম্পত্তি নিলাম করে ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অথরিটি’৷ এর মধ্যে দুটি বিক্রি হয়৷ যার মধ্যে ১৭০. ৯৮ স্ক্যোয়ার মিটারের একটি কৃষিজমি বিক্রি হয় ২ কোটি ১ লক্ষ টাকায়৷ ডাক শুরু হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা থেকে৷ ধাপে ধাপে তা বেডে় ২ কোটির ঘর ছাপিয়ে যায়৷ অন্য আরেকটি কৃষিজমি বিক্রি হয় ৩ লক্ষ ২৮ হাজার টাকায়৷ জানা গিয়েছে, বিখ্যাত আইনজীবী তথা প্রাক্তন শিব সেনা নেতা অজয় শ্রীবাস্তব কিনেছেন দাউদের সম্পত্তি৷
প্রাক্তন ওই শিব সেনা নেতা বলছেন,‘আমি সনাতনী হিন্দু৷ ইতিমধ্যেই একটি সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট তৈরি হয়েছে৷ সেই ট্রাস্টই এই জমিতে হিন্দু পাঠশালা গড়বে৷ জমি রেজিস্ট্রি হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে৷’ আসলে এই প্রথমবার নয়৷ দুদশক ধরে নিয়মিত ডি-কোম্পানির রুদ্রমূর্তি উপেক্ষা করে দাউদের সম্পত্তি কিনছেন অজয় শ্রীবাস্তব৷ ২০০১ সালে মুম্বইয়ের নাগপাডা এলাকায় দাউদের দুটি দোকান কিনেছিলেন অজয়৷ ২০২০ সালে তিনি দাউদের জন্মভিটে মুম্বাকে দাউদের সম্পত্তি কেনেন অজয়৷