• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এসএসসি দুর্নীতিতে বাম বিক্ষোভে রণক্ষেত্র  সল্টলেক

কলকাতা ,২১ ০অক্টোবর — এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে যে ধুন্দুমার কান্ড শুরু হয়েছে তা যেন থামার নামই নিচ্ছে না।চাকরিপ্রার্থীদের জোর করে বল প্রয়োগ করে যেভাবে সরানো হয়েছে, তা নিয়ে প্রতিবাদে নামে বামেরা। বৃহস্পতিবার গভীর রাতেই বাম ছাত্র-যুবরা ঘোষণা করেছিল শুক্রবার দুপুরে তারা জমায়েত করবে। পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে মিছিলের ডাক দিয়েছিল এসএফআই-ডিওয়াইএফআই । এদিন

কলকাতা ,২১ ০অক্টোবর — এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে যে ধুন্দুমার কান্ড শুরু হয়েছে তা যেন থামার নামই নিচ্ছে না।চাকরিপ্রার্থীদের জোর করে বল প্রয়োগ করে যেভাবে সরানো হয়েছে, তা নিয়ে প্রতিবাদে নামে বামেরা। বৃহস্পতিবার গভীর রাতেই বাম ছাত্র-যুবরা ঘোষণা করেছিল শুক্রবার দুপুরে তারা জমায়েত করবে। পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে মিছিলের ডাক দিয়েছিল এসএফআই-ডিওয়াইএফআই । এদিন সেই কর্মসূচি ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সিটিসেন্টার-১ চত্বর।

এদিন বেলা ১২টার সময় জমায়েতের ডাক দিয়েছিল বামেরা। কিন্তু সেই কর্মসূচির আগেই সায়নদীপ মিত্র, মধুজা সেন রায়দের গ্রেফতার করে নেয় পুলিশ। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।মধ্যরাতে ডাকলেও কর্মসূচিতে এদিন জড়ো হয়েছেন কয়েক’শ বাম ছাত্র-যুব। দেখা যায় বিক্ষিপ্তভাবে বাম কর্মীদের গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ।