একের পর এক ছুরির কোপ। এক-দুটো নয় ১৫ বার। এরপরই মঞ্চেই লুটিয়ে পড়েন সলমন রুশদি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও ছুরির আঘাত এতটাই গুরুতর যে একটা হাতের সমস্ত নার্ভ নষ্ট হতে চলেছে। একেবারেই ভাল নেই বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি । আপাতত ভেন্টিলেটরেই জীবনযুদ্ধ চালাচ্ছেন ৭৫ বছরের সাহিত্যিক। হাসপাতাল সূত্রে জানা গেছে, রুশদি যদি বেঁচেও যান তাহলেও তাঁর একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। নষ্ট হবে লিভার।
শুক্রবার নিউইয়র্কের শতকা ইনস্টিটিউশনের অনুষ্ঠানমঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন সলমন রুশদি । সবে বলতে শুরু করেছেন । আচমকাই ছুরি নিয়ে মঞ্চে উঠে পড়ে এক ব্যক্তি। বার বার কোপ বসাতে থাকে লেখককে। মঞ্চেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রুশদি। তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায়। প্রায় আড়াই হাজার দর্শক ছিলেন ওই ইভেন্টে। সঙ্গে সঙ্গেই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার করতে হয়।