মুম্বই: সলমন খান প্রথম এই ইউনিভার্সের অংশ হয়ে উঠল৷ ছবি মুক্তি নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা তুঙ্গে৷ সলমন খানও ছবির প্রচারে ব্যস্ত৷ ‘জওয়ান’ ছবির মতো এই ছবির প্রথম শো ভোর-ভোর শুরু হয়ে যাচ্ছে৷ টাইগার থ্রি-র এই শো দেখা যাবে ভোর ছ’টায়৷ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষার, দুই দিন পরই মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত ছবি টাইগার থ্রি৷ যা ইতিমধ্যেই সিনেপাড়ায় ঝড় তুলেছে৷ মুক্তির আগেই লাখ লাখ টিকিট বিক্রি৷ মোট ১০ কোটির অগ্রীম বুকিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে৷ সলমন খানের টাইগার সিরিজ প্রতিটাই হিট৷ তবে এবার এই ছবিকে বিশেষভাবেই সাজিয়ে তোলা হয়েছে দর্শকদের জন্য৷ শাহরুখ খানের কেমিও থেকে শুরু করে কবীর লুকে হূত্বিকের উপস্থিতি, তালিকা থেকে বাদ পড়ছেন না কেউ৷ কারণ একটাই, এই ছবি এবার স্পাই ইউনিভার্সে নাম লেখাল৷ সলমন খান এই প্রথম এই ইউনিভার্সের অংশ হয়ে উঠল৷
ছবির প্রচারে এসে সলমন খান জানিয়ে দিলেন এই শো তিনি হয়তো দেখতে পারবেন না৷ কারণও স্পষ্ট করে দিলেন৷ তিনি যে এই মন্তব্য মজার ছলেই করেছেন, তাও স্পষ্ট হয়ে গেল৷ কারণ সলমন খান বরাবরই ভোর রাত পর্যন্ত জেগে থাকায় বিশ্বাসী, তবে ভোরে উঠতে তিনি পারেন না৷ তিনি এ কথা বারবার প্রকাশ্যে জানিয়েছেন৷ সলমন খানের পক্ষে তাই নিজের ছবির ক্ষেত্রেও এই নিয়ম পাল্টে ফেলা সম্ভবপর নয়৷ কারণ তিনি কোনও মতেই ওই সময় উঠে ছবি দেখতে পারবেন না৷ তবে তিনি একাই নন, শাহরুখ খানও একটা সময় মধ্যরাত পর্যন্ত জেগে থাকতেন৷ যদিও বর্তমানে পাল্টে গিয়েছে তাঁর রুটিন৷ তবে একমাত্র অক্ষয় কুমারই বলিউডের সব থেকে সময় সম্পর্কে সচেতন অভিনেতা, তিনি ভোর ৪টের মধ্যে উঠে শরীর চর্চা করে থাকেন৷ কিন্ত্ত সলমন খান নিজেই জানিয়ে দেন, তাঁর পক্ষে নেহাতই কঠিন বিষয়৷