‘আরআরআর’-এর বিশ্বজোড়া সাফল্যের পর অভিনেতা এনটিআরের পরের ছবি নিয়ে উৎসাহ আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের। খবর, এর পরে ‘এনটিআর ৩০’ ছবিতে দেখা যেতে চলেছে ‘আরআরআর’ খ্যাত তারকাকে। কিন্তু সেই ঘোষণার পর ছবিটি নিয়ে উৎসাহের আরেকটি কারণ হল ছবিতে মুখ্য চরিত্রে এনটিআর জুনিয়রের পাশেই খলনায়ক হিসেবে কাজ করবেন সইফ আলি খান। নায়ক নয়, বরাবরই ভিন্ন মনস্তত্ত্বের চরিত্রের প্রতি বেশি আকৃষ্ট তিনি— একাধিক সাক্ষাৎকারে সইফের মুখে শোনা গিয়েছে সে কথাও। এই সব বিষয় মাথায় রেখেই সইফকে বেছেছেন ছবির নির্মাতারা। খবর, খলনায়কের চরিত্রের জন্য প্রথমে বিজয় সেতুপতিকে পছন্দ করলেও পরে সইফকেই চূড়ান্ত করেন তাঁরা।
আরও খবর, দক্ষিণী তারকার বিপরীতে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর।কেরিয়ারের প্রথম দিকে বেশির ভাগ রোম্যান্টিক কমেডি জাতীয় ছবিতে অভিনয় করলেও সম্প্রতি একটু অন্য ঘরানার চরিত্র বাছছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। ‘ওমকারা’ থেকে শুরু করে ‘বিক্রম বেধ’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন অভিনেতা। ‘সেক্রেড গেমস’, ‘তাণ্ডব’-এর মতো ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। কাজ করেছেন পরিচালক ওম রাউতের ‘আদিপুরুষ’ ছবিতেও।