কলকাতা, ১৮ আগস্ট – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়কের দাবি, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই ফোকাস হওয়া উচিত। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হন সৌরভ । সেখানেই যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন , “বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।” পাশাপাশি তিনি এও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং বন্ধ করার জন্য কড়া আইন আনা উচিত। সৌরভের কথায়, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। র্যাগিং বন্ধে কড়া আইন করা উচিত।”
বিনোদন জগৎ থেকে শুরু করে কবি-সাহিত্যিক – যাদবপুরের মর্মান্তিক ছাত্রমৃত্যুতে ক্ষোভ উগরে দেন সব ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। কেন ব়্যাগিংয়ের বিরুদ্ধে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ করেনি, সে প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। এবার সৌরভের মুখেও শোনা গেল সেই একই কথা। লেখাপড়ার জায়গায় যদি রাজনীতি ও ব়্যাগিংয়ের প্রাধান্য বাড়ে, তাহলে পড়াশোনার পরিবেশ নষ্ট হয় বইকী। আর যাদবপুরের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা উঠতি মেধাবি ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে । ফলে এই পরিস্থিতি রুখতে কর্তৃপক্ষকে কঠোর হাতে মোকাবিলা করতে হবে বলে মনে করেন তাঁরা ।