• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হলফনামা জানাল চুপিসারে বিয়ে ভেঙেছেন শচীন-সারা

জয়পুর, ১ নভেম্বর– দীর্ঘ দু-দশকের দাম্পত্যে ইতি পড়লেও তাঁরা ব্যক্তিগত জীবনের টানাপড়েন এতটাই গোপন রেখেছিলেন যে এতদিন সেকথা সামনেই আসেনি৷ তবে গোপন কথাটি জনসমক্ষে এনে দিয়েছে নির্বাচনী হলফনাম৷ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সম্প্রতি নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন রাজস্থান তথা জাতীয় রাজনীতির অতি পরিচিত মুখ শচীন পাইলট৷ সেখানে তিনি লিখেছেন তিনি ডিভোর্সী৷ স্ত্রী সারা আবদুল্লার সঙ্গে

জয়পুর, ১ নভেম্বর– দীর্ঘ দু-দশকের দাম্পত্যে ইতি পড়লেও তাঁরা ব্যক্তিগত জীবনের টানাপড়েন এতটাই গোপন রেখেছিলেন যে এতদিন সেকথা সামনেই আসেনি৷ তবে গোপন কথাটি জনসমক্ষে এনে দিয়েছে নির্বাচনী হলফনাম৷ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সম্প্রতি নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন রাজস্থান তথা জাতীয় রাজনীতির অতি পরিচিত মুখ শচীন পাইলট৷ সেখানে তিনি লিখেছেন তিনি ডিভোর্সী৷ স্ত্রী সারা আবদুল্লার সঙ্গে সম্পর্ক ভেঙেছে শচীন প্রয়াত কংগ্রেস নেতা রাজেশ পাইলটের ছেলে৷
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লার মেয়ে সারার সঙ্গে প্রেম বিবাহ হয় শচীনের৷ কেন্দ্রশাসিত এই অঞ্চলটির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বোনও বটে৷ ২০০৪ সালে বিয়ে করেছিলেন শচীন-সারা৷ দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে- আরণ এবং ভিহান৷ নির্বাচনী হলফনামায় শচীন জানিয়েছেন, তিনি বিবাহবিচ্ছিন্ন৷ শুধু তাই নয়, দুই সন্তানই তাঁর উপর নির্ভরশীল৷ কবে দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছে, সেকথা জানা যায়নি৷ বস্তুত, নির্বাচনী হলফনামা জমা না দিলে হয়তো তা জানাই যেত না৷