কিয়েভ, ৫ আগস্ট– জঘন্য অভিযোগ রুশ বাহিনীর বিরুদ্ধে। মাইন বিস্ফোরণে প্রাণ যাচ্ছে অনেক কিয়েভ সেনার। রুশ বাহিনী মৃত রুশ সেনাদের মৃতদেহের সঙ্গে মাইন বেঁধে ফাঁদ পেতে রাখছে। আর এতেই প্রাণ যাচ্ছে কিয়েভ সেনাদের। মৃতদেহ সরাতে গেলেই ঘটছে বিস্ফোরণ।রাশিয়ার কাছ থেকে দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। কিন্তু এসব ভূখণ্ড পুনরুদ্ধারের পরও নির্বিচারে প্রাণ হারাতে হচ্ছে। ইউক্রেনীয় বাহিনীর সদস্য ভলোদিমির বলেন, নিজেদের আহত কিংবা নিহত সেনাদের শরীরের সঙ্গে মাইন বেঁধে দিচ্ছে রুশ বাহিনী। যাতে আহত সেনাকে চিকিৎসা দিতে কিংবা নিহত সেনার মরদেহ সরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক সরাতে গিয়ে প্রতিদিন গড়ে অন্তত একজন হতাহত হচ্ছেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দখল করা বিস্তীর্ণ এলাকাজুড়ে এসব মাইন পুঁতে রেখেছে রুশ বাহিনী। স্তূপ করে রাখা হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার মাইন। জড়ো করে রাখা শত শত মাইনের ঘটানো হচ্ছে বিস্ফোরণ। তাই এসব মাইন অপসারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইউক্রেনের সেনারা। মাইনের কারণে প্রতিনিয়ত প্রাণহানি তো ঘটছেই, এ ছাড়া ক্ষতি হচ্ছে ট্যাংক সাঁজোয়া যানেরও।