• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

বৈষ্ণোদেবীর ৬ ঘণ্টার পথ এবার ৬ মিনিটে

জম্মু, ১৬ ফেব্রুয়ারি– গোটা ভারত থেকে মানুষ বৈষ্ণবদেবী যান। ৫ থেকে ৬ ঘণ্টার দুর্গম পথ ট্রেক করে পৌঁছতে হয় মাতা বৈশ্বদেবীর গুহা পথে । কিন্তু আর সেই কষ্ট করতে হবে না তীর্থযাত্রীদের। এবার সেই ৬ ঘন্টা কমে দাঁড়াবে মাত্র ৬ মিনিটে।  জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য এবার তৈরি হবে রোপওয়ে। দীর্ঘদিন আলোচনা চলছিল। অবশেষে শুরু

জম্মু, ১৬ ফেব্রুয়ারি– গোটা ভারত থেকে মানুষ বৈষ্ণবদেবী যান। ৫ থেকে ৬ ঘণ্টার দুর্গম পথ ট্রেক করে পৌঁছতে হয় মাতা বৈশ্বদেবীর গুহা পথে । কিন্তু আর সেই কষ্ট করতে হবে না তীর্থযাত্রীদের। এবার সেই ৬ ঘন্টা কমে দাঁড়াবে মাত্র ৬ মিনিটে।  জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য এবার তৈরি হবে রোপওয়ে। দীর্ঘদিন আলোচনা চলছিল। অবশেষে শুরু হতে চলেছে এই প্রকল্পের কাজ। যা সম্পূর্ণ হলেই তীর্থযাত্রীদের জন্য বয়ে আনবে বিরাট সুখবর।

উল্লেখ্য ২০২২ সালেই তীর্থযাত্রী এসেছিলেন ৯১ লক্ষ। তাঁদের অধিকাংশকেই ১২ কিমি দীর্ঘ পথ ট্রেক করে ভূপৃষ্ঠ থেকে ৫ হাজার ২০০ ফুট উঁচুতে অবস্থিত ত্রিকূট পর্বতে অবস্থিত এই মন্দিরে পৌঁছতে হত। এবার সেই পথই হবে সুগম। সৌজন্যে রোপওয়ে।

‘রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক সার্ভিস লিমিটেড’ তথা আরআইটিইএস বুধবারই এই ২.৪ কিমি দীর্ঘ রোপওয়ে নির্মাণের জন্য নিলাম ডেকেছে। জানা যাচ্ছে, আগামী ৩ বছরের মধ্যেই এই রোপওয়ে তৈরি হয়ে যাবে। খরচ পড়বে ২৫০ কোটি টাকা। কাটরা বেস ক্যাম্পের তারাকোট থেকে শুরু করে এটি শুরু হবে। গন্ডোলা কেবল কার সিস্টেম ব্যবহৃত হবে এই রোপওয়েতে। উল্লেখ্য, বছর দুয়েক আগে আরও একটি রোপওয়ে পরিষেবা শুরু হয়েছে। সেটি ত্রিকূট পর্বতে বৈষ্ণোদেবী মন্দির থেকে ভৈরো মন্দির পর্যন্ত দীর্ঘ।