• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

সফল  ঋষভের অস্ত্রোপচার, আপাতত দেশের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি 

মুম্বাই ,৭ জানুয়ারী — ভারতীয় দলের খেলোয়াড় ঋষভ পন্থের সফল অস্ত্রোপচার হল মুম্বইয়ের হাসপাতালে । ভারতীয় দলের নামী তারকার শনিবার সকালে হাঁটুর লিগামেন্ট ও গোড়ালিতে প্রায় তিন ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ঋষভ ভালই রয়েছে। তবে চিকিৎসকরা রিপোর্ট দেখে বলেছেন, ঋষভের মাঠে ফিরতে আট থেকে নয় মাস লাগতে পারে। মুম্বইয়ের চিকিৎসক বোর্ডের দীনেশ পারদিওলা

মুম্বাই ,৭ জানুয়ারী — ভারতীয় দলের খেলোয়াড় ঋষভ পন্থের সফল অস্ত্রোপচার হল মুম্বইয়ের হাসপাতালে । ভারতীয় দলের নামী তারকার শনিবার সকালে হাঁটুর লিগামেন্ট ও গোড়ালিতে প্রায় তিন ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ঋষভ ভালই রয়েছে। তবে চিকিৎসকরা রিপোর্ট দেখে বলেছেন, ঋষভের মাঠে ফিরতে আট থেকে নয় মাস লাগতে পারে।

মুম্বইয়ের চিকিৎসক বোর্ডের দীনেশ পারদিওলা এদিন অস্ত্রোপচারের পরে সবটা খতিয়ে দেখেছেন। তিনিই মূলত ছিলেন অপারেশনের সময়। ৩০ ডিসেম্বরে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হন ঋষভ। তাঁকে প্রথমে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের মারফত জানা গেছে ,ঋষভ এখন ইনএকটাই সুস্থ রয়েছেন। তাঁর মাঠে ফিরতে সামনের সেপ্টেম্বর মাস পর্যন্ত লেগে যেতে পারে।’’ চিকিৎসকমহল মনে করছে, ঋষভকে মানসিকভাবেও চাঙ্গা করা হবে। তাঁর জন্য মনোবিদ নিয়োগ করা হতে পারে।দেশের মেডিকেল বোর্ডের পুরোপুরি তত্ত্বাবধানে রয়েছেন ঋষভ।