হরিদ্বার ,৩০ ডিসেম্বর — মারণ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ঋষভ পন্থ। শুক্রবার ভোররাতে দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে রুরকির কাছে তাঁর গাড়ি একটি ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। ভাইরাল হয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।
রুরকি থেকে ফেরার সময় রুড়কীর গুরুকুল নরসান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঋষভ পান্থ এর গাড়ি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই ঘটনার বেশ কিছু ছবি সামনে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে, ঋষভের মার্সিডিজ-এএমজি জিএলই৪৩ কুপটি প্রচণ্ড গতিতে ছুটে এসে ডিভাইডারে ধাক্কা মারে। এই ভয়াবহ সংঘর্ষের পরেই গাড়িতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে গুরুতর আহত হন ক্রিকেটার।
জানা গেছে, মা’কে সারপ্রাইজ দেওয়ার জন্য ঋষভ পন্থ তাঁর বাড়িতে যাচ্ছিলেন। পরিবারের সঙ্গে নতুন বছর কাটাতে দিল্লি থেকে রুরকিতে যাচ্ছিলেন তিনি।
চিকিৎসক জানিয়েছেন পন্থের শরীরে পুড়ে যাওয়ার অনেক ক্ষত রয়েছে । পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক না হলেও, ভালই চোট রয়েছে। আপাতত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন পন্থ।