• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নিলামের আগে নিজের ফিনটেসের বড় আপডেট দিলেন ঋষভ পন্থ!

ভারত:- গত বছর ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। একটা সময় টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা পন্থের জীবন যেন বদলে গিয়েছে গত ১ বছরে। মাঠের বাইরে কেটে গিয়েছে এক বছর। এবার মাঠে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন ঋষভ পন্থ। জানা গিয়েছে, ২০২৪ সালের আইপিএলের জন্য ঋষভ পন্থকে দল রেখেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারকা ক্রিকেটারের

ভারত:- গত বছর ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। একটা সময় টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা পন্থের জীবন যেন বদলে গিয়েছে গত ১ বছরে। মাঠের বাইরে কেটে গিয়েছে এক বছর। এবার মাঠে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন ঋষভ পন্থ। জানা গিয়েছে, ২০২৪ সালের আইপিএলের জন্য ঋষভ পন্থকে দল রেখেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারকা ক্রিকেটারের আইপিএল খেলার যে একটা সম্ভাবনা আছে, তা দিল্লির দল গঠন থেকেই স্পষ্ট। এবার নিলামের আগে নিজের ফিনটেসের বড় আপডেট দিলেন পন্থ। নিজের সোশ্যাল সাইটে পন্থ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ভারী ওজন তুলতে দেখা গিয়েছে তাঁকে। সাইক্লিংও করেছেন বেশি কিছু ক্ষণ। অর্থাৎ আগের থেকে তিনি যে অনেকটাই ফিট সেটাই এই ভিডিও-র মাধ্যমে বুঝিয়েছেন তিনি। ২৬ বছর বয়সি ভারতীয় তারকার জিমের ভিডিও দেখে বোঝাই যায় যে তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন এবং তাঁর জিমের ওয়ার্কআউটও আরও কড়া হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার জন্য ২০২৩ সালের আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বিশ্বকাপ, এশিয়া কাপ মতো বড় বড় টুর্নামেন্ট খেলতে পারেননি। ইতিমধ্যেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আশা করা যাচ্ছে, নতুন বছরের আইপিএল দিয়েই হয়তো কামব্যাক করবেন ঋষভ। ঋষভ পন্থকে দলে রেখেই আইপিএল পরিকল্পনা সাজাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংরা। নভেম্বর মাসে কলকাতায় বসেছিল দিল্লি দলের শিবির, সেখানে উপস্থিতও ছিলেন পন্থ। দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আভাস দিয়েছিলেন আগামী মরসুমে ঋষভ পন্থ খেলবেন। সেই মতো পন্থকে দলে রাখা হয়েছে। তবে পুরো ফিট না হলে সমস্যায় পড়তে হতে পারে দিল্লিকে। কারণ দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন অভিষেক পোড়েল। গত বছর কয়েকটি ম্যাচে খেলেছিলেন তরুণ এই ক্রিকেটার।