ইউপিআই পেমেন্ট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাংকের!

কলকাতা:-  এবার ইউপিআই পেমেন্ট নিয়ে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। সূত্রের খবর, ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত এবার ইউপিআই পেমেন্ট করা যাবে বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার মনিটারি পলিসি মিটিংয়ের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর , জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি মিটিংয়ের পর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপোরেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেন। মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্কে বেশি না দেখালেও বাস্তবে যে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গত বছরে চারবার রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তাতে কিন্তু এই বছরে তেমন রেপোরেট বাড়ানোর সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক জানায়নি। কাজেই মধ্যবিত্তে কিছুটা স্বস্তি ফিরেছে। ইউপিআইএ পেমেন্টের পরিমাণ বাড়ানোয় ডিডিটাল ট্রানজাকশন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যেই রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।