মোদি পদবি মামলায় স্বস্তি রাহুলের , শাস্তিতে স্থগিতাদেশ শীর্ষ আদালতের 

দিল্লি, ৪ অগাস্ট – সুপ্রিম কোর্টে বড় স্বস্তি মিলল রাহুল গান্ধির। নিম্ন আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে যে শাস্তির নির্দেশ দিয়েছিল শুক্রবার তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।  মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্য মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছিল গুজরাতের সুরাতের একটি আদালত৷ ২ বছরের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছিল কংগ্রেসের এই শীর্ষ নেতাকে৷ এ দিন সেই রায়ের উপরই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট৷  

বিচারপতি বিআর গাভাই, পিএস নরসিমা ও সঞ্জয় কুমারের তিন বিচারপতির বেঞ্চ বলে, কোনও সন্দেহ নেই যে , মন্তব্যগুলি ভালো ছিল না এবং জনসাধারণের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় একজন বিশিষ্ট ব্যক্তি সতর্কতা অবলম্বন করবেন বলেই আশা করা হয়। শুক্রবার রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ  দেওয়া হয়েছে। ফলে এ সংক্রান্ত সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হল। তবে একইসঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও বলে ‘সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য বিচারকের তরফে কোনও কারণ দেওয়া হয় নি। দোষী সাব্যস্ত করার আদেশটি চূড়ান্ত রায় পর্যন্ত স্থগিত করা দরকার।’ 

সুপ্রিম কোর্টের এই রায়ে উচ্ছ্বসিত কংগ্রেস। টুইট কংগ্রেস লেখে, ‘এটি ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয়। সত্যমেব জয়তে – জয় হিন্দ। ‘
এদিকে রাহুল গান্ধীর এই খবরে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  অভিনন্দন জানিয়ে তিনি টুইটে লেখেন, রাহুল গান্ধির জয়ে আমি অত্যন্ত খুশি। ইন্ডিয়া জোটকে এই জয় আরও শক্তিশালী করবে।  
‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী সাব্যস্ত রাহুলের দু’বছর জেলের সাজা গত ২৩ মার্চ সুরাট আদালত দিয়েছিল।  তার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন গত ৭ জুলাই খারিজ করে দেয়  গুজরাট হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ। গুজরাট হাই কোর্টের আগে সুরাটের দায়রা আদালতও সাজার রায় বহাল রেখেছিল। সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির তরফে আবেদনে বলা হয়, ‘‘যদি গুজরাট হাই কোর্টের ৭ জুলাইয়ের রায় স্থগিত না করা হয়, তবে তা বাক্‌স্বাধীনতা, মতপ্রকাশ, স্বাধীন চিন্তাভাবনার কণ্ঠরোধের পরিবেশ তৈরি করবে।’’
 
২০১৯ সালে গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্নেশ মোদি রাহুল গান্ধির বিরুদ্ধে একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই বছর ১৩ এপ্রিল কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় রাহুল বলেছিলেন , ‘কী ভাবে সব চোরেদের পদবিই মোদি ?’  রাহুলের এই মন্তব্যে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে বলে অভিযোগ এনে গুজরাটের আদালতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেন।