মুম্বই: শুধু বলিউড নয় অভিনয় জগতে পরকীয়া নতুন কথা নয়৷ আদি থেকে অন্ত৷ একই পথে এগোয় নানন ফিসফাস৷ সেই ফিসফাসেই একসময় জনপ্রিয় এক ছবি থেকে রীতিমতো বের করে দেওয়া হয় রেখাকে৷ তবে তবে সেই খবরকে ফিসফাস না বলে সত্যিও বলা চলে৷ কারণ এক তামিল সাংবাদিকের কলমে একদা যে তথ্য উঠে এসেছিল এই বাদ পড়াকে কেন্দ্র করে তা রীতিমতো হইচই ফেলে দিয়েছিল গ্ল্যামার দুনিয়ায়৷
১৯৭৯ সালের ঘটনা৷ ১৯৮১ সালে একটি তামিল ছবি মুক্তি পায়৷ সেই ছবির নাম ‘মিনডাম কোকিলা’৷ ছবিটিতে অভিনয় করার কথা ছিল কমল হাসান, শ্রীদেবী ও রেখার৷ সব ঠিক হয়ে যাওয়ার পরেও রাতারাতি সেই ছবি থেকে বাদ দেওয়া হয় তাঁকে৷ জায়গা করে নেন দক্ষিণী অভিনেত্রী দীপা৷
ওই সাংবাদিক লিখেছিলেন, ‘তখন ১৯৭৯ সালের শেষ৷ চেন্নাইয়ের এক হোটেলে আমার কাজ ছিল৷ হঠাৎই হোটেলের রিসেপশনের মেয়েটি আমায় জানায় রেখার ঘরে রয়েছেন কমল হাসান৷ কমলের তৎকালীন স্ত্রী বানী গণপতিও খবর পেয়ে হাজির হয়েছিলেন ওই হোটেলেই৷ এর পরেই কমল হাসানকে হাতেনাতে ধরে ফেলেন তাঁর স্ত্রী৷ সকলের সামনেই অপদস্থ হতে হয় তাঁকে৷’
এই ঘটনার সত্য কিনা তা নিয়ে আজ পর্যন্ত কোনও মন্তব্য করেননি রেখা অথবা কমল কিংবা তাঁর প্রাক্তন স্ত্রী৷ তবে এ কথা সত্য সব ঠিক হয়ে যাওয়ার পরেও ছবিটি থেকে রাতারাতি বাদ পড়েন রেখা৷ শোনা যায়, কমলের স্ত্রীয়ের ওই অভিযোগের পরেই রেখাকে নাকি ছবিতে নিতে অস্বীকার করেন পরিচালক-প্রযোজক৷