• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তাপের রেড অ্যালার্ট ফ্রান্স 

প্যারিস, ২২ আগস্ট– ফ্রান্স-সহ ইউরোপে এবার প্রবল গরম পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই অবস্থা হয়েছে বলে আবহাওয়াবিদদের মত। দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা এক-দুই দিনের মধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে রেড অ্যালার্ট জারি করল ফ্রান্স আবহাওয়া দফতর। রেড অ্যালার্ট জারি করার অর্থ, প্রশাসন মানুষকে গরমের হাত থেকে বাঁচাতে বিশেষ পদক্ষেপ নেবে। ফরাসি আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ

প্যারিস, ২২ আগস্ট– ফ্রান্স-সহ ইউরোপে এবার প্রবল গরম পড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই অবস্থা হয়েছে বলে আবহাওয়াবিদদের মত। দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা এক-দুই দিনের মধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে রেড অ্যালার্ট জারি করল ফ্রান্স আবহাওয়া দফতর। রেড অ্যালার্ট জারি করার অর্থ, প্রশাসন মানুষকে গরমের হাত থেকে বাঁচাতে বিশেষ পদক্ষেপ নেবে।

ফরাসি আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ফ্রান্সে তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। বাকি অর্ধেক ফ্রান্সে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি হতে পারে। তাই সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।গ্রিস, স্পেন ও সার্ডিনিয়াতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার উপরে। গ্রিস ভয়ঙ্কর দাবানলের গ্রাসে পড়েছে। গত জুলাই ছিল গ্রিসের উষ্ণতম মাস।

আবহাওয়াবিদদের মতে, উষ্ণায়নের ফলে তাপমাত্রা বাড়ছে। আর গ্রিন গ্যাস নিঃসরণের ফলে আরও বেশি করে গরম হচ্ছে বিশ্ব। ন্যাচার মেডিসিনে প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে, গত বছর ইউরোপে তাপপ্রবাহের ফলে মারা গেছে ৬১ হাজার মানুষ।