ভূমিকম্প-বিধ্বস্ত আফগানিস্তানের জন্য বিশ্বকাপের মধ্যেই বড় সিদ্ধান্ত রশিদ খানের।

আফগানিস্তান:- ভূমিকম্প-বিধ্বস্ত আফগানিস্তানের জন্য বিশ্বকাপের মধ্যেই বড় সিদ্ধান্ত রশিদ খানের।আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান বিশ্বের অন্যতম সেরা স্পিনার। ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলতে দক্ষ। বিশ্বকাপ চলাকালীনই রশিদ করলেন বিরাট ঘোষণা। ভূমিকম্প-বিধ্বস্ত আফগানিস্তানের জন্য। সূত্রের খবর, পশ্চিম আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ ভূমিকম্পে বিধ্বস্ত। ২ হাজারের বেশি মানুষের জীবনহানি হয়েছে। ঘর-বাড়ি, অফিস-কাছারি ধুলোয় মিশে গিয়েছে। প্রচুর পরিমাণ সম্পত্তিহানি হয়েছে। সামান্য কিছু সময়ের মধ্যেই সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন প্রচুর নাগরিক। সূত্রের খবর, জনবহুল হেরাতের ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমেই ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের পর ৮টি আফটারশকের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। সাম্প্রতিককালে আফগানিস্তানে এত বড় ভূমিকম্পের ঘটনা ঘটেনি। সূত্রের খবর জানা গিয়েছে, ৯ হাজার মানুষ আহত হয়েছেন। ১৩০০ বাড়ি পুরো বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে এখনও অনেকের দেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা থাকেই  যাচ্ছে। হেরাতের পাশাপাশি বাঘদিস ও ফারাহতেও ভূমিকম্পের জেরে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী, ৬০০টি পরিবারের ৪ হাজার ২০০ মানুষ কম্পনের জেরে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। সূত্রের খবর, আফগানিস্তানের ক্রিকেটাররা এই মুহূর্তে ভারতে রয়েছেন। জানা গিয়েছে, রশিদ এক্স হ্যান্ডলে লিখেছেন, আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছে তা খুবই দুঃখজনক। দেশের পশ্চিম অংশের হেরাত, ফারাহ ও বাঘদিসে ভূমিকম্পে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে। সে কারণে বিশ্বকাপ থেকে পাওয়া পুরো ম্যাচ ফি দুর্গত মানুষজনের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি দেশের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে দ্রুতই তিনি ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নেবেন বলেও জানান রশিদ। তাঁর এই মানবিক মুখ দেখে আফগানিস্তান দলের আরও কেউ এমন পদক্ষেপ করেন কিনা সেটাই দেখার। গতকালই বাংলাদেশের কাছে পরাজয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান। ১১ই অক্টোবর আফগানিস্তান খেলবে ভারতের বিরুদ্ধে।