কলকাতা, ২৬ আগস্ট – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মাদকের আসর, এমন অভিযোগ উঠেছে বহুবার। আরও একবার প্রশ্নের মুখে প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের ভূমিকা। কারণ, এবার ওপেন এয়ার থিয়েটার থেকে উদ্ধার হল প্রায় এক বস্তা মদের বোতল।
প্রায় মাসখানেক পর শনিবার ওপেন এয়ার থিয়েটার পরিষ্কারের কাজ শুরু হয়। সাফাই কর্মীরা দরজা খুলে দেখেন ওপেন এয়ার থিয়েটারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। সাফাই কর্মীদের দাবি, প্রায় ৫০০টিরও বেশি মদের বোতল পাওয়া যায়। তবে সাফাই কর্মীদের মতে, বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠানের পর ওপেন এয়ার থিয়েটার বা ওএটিতে আরও অনেক বেশি পরিমাণ মদের বোতল পাওয়া যায়। এই ঘটনায় আরও একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। নয়া উপাচার্য বুদ্ধদেব সাউয়ের দাবি, বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা প্রয়োজন। নিরাপত্তা এবং নজরদারি সংক্রান্ত কাজ যাঁরা করছেন তাঁরা এ ব্যাপারে রিপোর্ট দেবেন।
এদিকে, ছাত্রমৃত্যু থেকে শিক্ষা নিয়ে ঢেলে সাজানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা। ১০টি জায়গায় মোট ২৬টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হস্টেলে বসছে ১১টি সিসি ক্যামেরা। তার মধ্যে তিনটি এনপিআর ক্যামেরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে মোট ১০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কোন কোন গাড়ি ঢুকছে,সেখানেও নজরদারি থাকছে ।