লখনউ, ২৮ অক্টোবর– একই সঙ্গে কন্যাপক্ষের দুই বোনের সঙ্গে পাত্রপক্ষের দুই ভাইয়ের বিয়ের আসর। চলছে জমিয়ে খাওয়া-দাওয়াও। কিন্তু তার মধ্যেই গোল বাধল সামান্য রসোগোল্লাকে কেন্দ্র করে। খাবারের পাতে রসগোল্লা পড়েনি কেন, সেই অভিযোগে দুপক্ষের মধ্যে ছুরির হামলায় মৃত্যু হল একজনের! ১২ জন ছুরির আঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছ।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তরপ্রদেশের আগ্রা জেলার এতমাদপুরে। উসমান আহমেদ নাম এক ব্যক্তির দুই মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছিল ওয়াকার আহমেদের দুই ছেলের। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি চলছিল খাওয়া-দাওয়াও। সেই সময় আচমকাই রসগোল্লা না দেওয়া নিয়ে ঝামেলা বেঁধে যায় পাত্র ও পাত্রীপক্ষের মধ্যে। প্রাথমিকভাবে কথাকাটাকাটি শুরু হলেও পরে তা গড়ায় হাতাহাতিতে। চেয়ার, খাবারের থালা, গ্লাস, এমনকী, কাঁটাচামচ এবং চামচ ছোড়াছুড়িও শুরু হয় দু-পক্ষের মধ্যে।ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সান্নি নামে বছর কুড়ির এক অতিথি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।