কাঠমান্ডু, ১১ মার্চ — নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রামচন্দ্রপোড়েল। তিনি ৩৩ হাজার ৮০০ ভোটের পাশাপাশি ২টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সুভাষচন্দ্রা লেমবার্গ পেয়েছেনস ১৫ হাজার ৫০০ ভোট ও ১৮ ইলেকটোরাল ভোট। নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনে গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে লড়াই ছিল মূলত দুটি রাজনৈতিক দলের। নেপালি কংগ্রেস নেতা রামচন্দ্র পৌডেল এবং সিপিএনের (ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষচন্দ্রা লেমবার্গ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফেডারেল পার্লামেন্টের ৩১৩ জন সদস্য ভোটে অংশ নিয়েছিলেন এবং প্রেসিডেন্ট বাছাই করার জন্য প্রাদেশিক অ্যাসেম্বলি থেকে ৫১৮ জন সদস্যও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক বিধানসভা—সব মিলিয়ে ৫২ হাজার ৭৮৬ সদস্য নির্বাচনে ভোট দিতে পারেন।