কলকাতা সহ লাগোয়া তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, নামল তাপমাত্রা 

কলকাতা, ২১ মার্চ — সকালের ঝলমলে রোদ ঢেকে বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কলকাতা এবং লাগোয়া আরও তিন জেলায় আগামী কয়েক ঘণ্টা এই বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও বৃষ্টি হবে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়।

হাওয়া অফিস মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টা ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা এবং বাকি তিন জেলায়। বৃষ্টির পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি হচ্ছে। যার জেরে তাপমাত্রাও কমে গিয়েছে বেশ কয়েক ডিগ্রি। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি।


বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি হচ্ছে। যার জেরে তাপমাত্রাও কমে গিয়েছে বেশ কয়েক ডিগ্রি। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি।