• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জামিন পেলেন রাহুল, কিন্তু স্বস্তি মিলল না – ফের শুনানি ১৩ এপ্রিল   

গান্ধিনগর, ৩ এপ্রিল –  মোদি পদবি ইস্যুতে আপাতত স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মোদি পদবি  মানহানির মামলায় রাহুল গান্ধিকে জামিন দিল সুরাটের দায়রা আদালত।  আগামী ১৩ এপ্রিল ফের এই মামলা শুনবে গুজরাত আদালত।  এই মামলায় কংগ্রেস নেতাকে ২ বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাটেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই দায়রা আদালতের দ্বারস্থ হন ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিনে থাকা

গান্ধিনগর, ৩ এপ্রিল –  মোদি পদবি ইস্যুতে আপাতত স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মোদি পদবি  মানহানির মামলায় রাহুল গান্ধিকে জামিন দিল সুরাটের দায়রা আদালত।  আগামী ১৩ এপ্রিল ফের এই মামলা শুনবে গুজরাত আদালত।  এই মামলায় কংগ্রেস নেতাকে ২ বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাটেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই দায়রা আদালতের দ্বারস্থ হন ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিনে থাকা রাহুল। ১৩ এপ্রিল পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যাবে না। রাহুলের বিরুদ্ধে যে প্রাক্তন বিজেপি বিধায়ক এবং গুজরাত সরকারের মন্ত্রী পূর্ণেশ মোদি মানহানির অভিযোগ দায়ের করেছিলেন, তাঁকে ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

সুরাট আদালত সোমবার রাহুলের জামিনের মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় এখনই কংগ্রেস নেতাকে জেলে যেতে হবে না। এদিকে, রাহুলের সাজা শোনানোর পরই তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। তাঁকে বাংলো ছাড়ার নোটিসও ধরিয়েছে লোকসভার সচিবালয়।

রাহুলের সাজা মকুবের আর্জি নিয়ে শুনানিতে মামলাকারী পূর্ণেশ মোদির আইনজীবী অনুপস্থিত ছিলেন। ফলে বিচারক সোমবার ওই মামলার শুনানি করতে চাননি। তিনি পূর্ণেশ মোদিকে নোটিস দেওয়ার নির্দেশ দেন। ১০ এপ্রিলের মধ্যে পূর্ণেশ মোদিকে আদালতকে লিখিতভাবে রাহুলের আর্জি সম্পর্কে নিজের অবস্থান জানাতে হবে। ১৩ এপ্রিল হবে পরের শুনানি। সেদিন রাহুলকে আর উপস্থিত থাকতে হবে না।