কলকাতা:- পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই চাপ বাড়াল কংগ্রেস। বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু-সহ অন্য নেতারা ছিলেন। সূত্রের খবর, বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, সিডব্লুসির সভায় সর্বসম্মতভাবে বর্ণ শুমারির ব্যাপারে সবাই একমত হয়েছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলি, যেমন রাজস্থান, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ বর্ণ শুমারি নিয়ে এগিয়ে যাবে। এনিয়ে তারা বিজেপির ওপরে চাপ তৈরি করবেন বলেও জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিরোধী ইন্ডিয়া ব্লকের বেশিরভাগ দলই বর্ণ শুমারিকে সমর্থন করে। জানা গিয়েছে, রাহুল গান্ধী আরও বলেছেন, চার রাজ্যে দলের চার মুখ্যমন্ত্রীর মধ্যে তিনজন ওবিসি থেকে এসেছেন। একই সময়ে ১০ জন বিজেপি মুখ্যমন্ত্রীর মধ্যে মাত্র একজন ওবিসি সম্প্রদায়ের। তিনি কটাক্ষ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওবিসিদের জন্য কাজ করেন না। বরং মনোসংযোগ অন্য দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বর্ণ শুমারি পরিষ্কারভাবে দেখাবে ভারতে কোন বর্ণের কতজন মানুষ রয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেস খুঁজে বের করবে কোন বর্ণের কতজন রয়েছেন এবং কার হাতে কত টাকা রয়েছে। জাত শুমারি হবে বলে দাবি করেছেন তিনি। জানা গিয়েছে, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণার দিন রাহুল গান্ধী দাবি করেছেন রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস আবার সরকার গঠন করবে। মধ্যপ্রদেশর বিজেপি এবং তেলেঙ্গানার ভারতরাষ্ট্র সমিতির সরকারও বিদায় নেবে বলে দাবি করেছে প্রাক্তন কংগ্রেস সভাপতি।