কলকাতা , ২৪ মে – মহাভারতে বর্ণিত পুত্র কর্ণের সঙ্গে জন্মদাত্রী মায়ের কথোপকথন ‘কর্ণ-কুন্তী সংবাদ’ আজও প্রাসঙ্গিক। কবিগুরুর অন্যান্য সৃষ্টির মতো আজও শিল্পীমন এই কথোপকথন শুনতে আগ্রহী তাঁর প্রিয় বাচিক শিল্পীর কণ্ঠে। পার্থ ঘোষ- গৌরী ঘোষের কণ্ঠে কর্ণ-কুন্তী সংবাদ সব থেকে জনপ্রিয় হয়। তবে সম্প্রতি কলামন্দিরে ব্রততী বন্দোপাধ্যায় এবং কেতন সেনগুপ্তের যৌথ প্রয়াস মন ভরিয়ে দিল। আবৃত্তিকার ব্রততীর পরিচয় সকলেরই জানা। তবে বেঙ্গল পীয়ারলেসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কেতন সেনগুপ্তের কণ্ঠে কর্ণের কথোপকথন যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দেয়।