• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মোদির প্রশ্নে যুদ্ধ দ্রুত শেষ করার বার্তা পুতিনের  

তাশকেন্ট, ১৭ সেপ্টেম্বর– মুখোমুখি মোদী-পুতিন। সাংহাই কোঅপারেশনের এই বৈঠক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলে একে অপরকে কী বলবেন। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভাল। কিন্তু ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়াকে সমর্থন করেনি ভারত। বরং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পারিষদে রাশিয়ার বিরুদ্ধে গিয়েই ভোট দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলে তাঁদের মধ্যে কী আলোচনা

তাশকেন্ট, ১৭ সেপ্টেম্বর–
মুখোমুখি মোদী-পুতিন। সাংহাই কোঅপারেশনের এই বৈঠক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলে একে অপরকে কী বলবেন। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভাল। কিন্তু ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়াকে সমর্থন করেনি ভারত। বরং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পারিষদে রাশিয়ার বিরুদ্ধে গিয়েই ভোট দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলে তাঁদের মধ্যে কী আলোচনা হবে সে নিয়ে কৌতুহল বাড়ছিল।

রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের ফাঁকে পুতিনের সঙ্গে প্রথম বার মুখোমুখি বৈঠক করলেন প্রধানমন্ত্রী । জানা গেছে, সেই বৈঠকে পুতিনকে মোদী বলেছেন, “এখন যুদ্ধের সময় নয়।” পাল্টা জবাবে পুতিনের বক্তব্য, “ইউক্রেনে যুদ্ধ নিয়ে আপনার উদ্বেগ বুঝতে পারছি। এই যুদ্ধে আপনাদের অবস্থান কী তাও আমরা জানি। চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করা যায়।”