নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে জনস্বার্থ মামলা শীর্ষ আদালতে  

দিল্লি, ২৫ মে – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়ে আইন ভেঙেছে লোকসভার সচিবালয়, এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। জয়া সুকিন নামে এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলাকারী আইনজীবীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরই । 

ভারতীয় সংবিধান অনুযায়ী, দেশের সংসদ গঠিত রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। মামলাকারী আইনজীবীর দাবি, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় রয়েছে, ভারতের সংসদ গঠিত রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু সংসদের শীর্ষ আসনে রয়েছেন রাষ্ট্রপতি, তাই নতুন  ভবনের উদ্বোধনও তাঁকে দিয়েই হওয়া উচিত। এক্ষেত্রে লোকসভার সচিবালয় নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য আমন্ত্রণই জানায়নি, যা সংবিধান বিরোধী। মামলাকারী দাবি করেছেন, অবিলম্বে মোদির বদলে রাষ্ট্রপতিকে নতুন সংসদ ভবন উদ্বোধনের নির্দেশ দিক শীর্ষ আদালত।

আগামী রবিবার উদ্বোধন হবে নতুন সংসদ ভবনের। ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একথা কেন্দ্রের তরফে জানানো হয় আগেই। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি দাবি তোলেন, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নন। এরপর তাঁর সুরে সুর মিলিয়েছে তৃণমূল কংগ্রেস, বাম-সহ অন্যান্য বিরোধী দল। বুধবার ১৯টি বিরোধী দল একত্রে  অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, শিব সেনা,  আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপির মতো বিরোধী দলগুলি রয়েছে।


তবে বৈপরীত্যেও ঐক্য আছে।এনডিএ-র পুরনো শরিকরা ধীরে ধীরে পা বাড়াচ্ছেন গেরুয়া শিবিরেই।  নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলেছে একাধিক তথাকথিত বিরোধী দল। টিডিপি, বিজেডি, অকালি দল ইতিমধ্যেই জানিয়েছে তাঁরা সংসদ ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবে। নতুন ভবন নিয়ে এই চাপান-উতোরের মধ্যেই জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে।