মধ্যপ্রদেশে প্রচারে প্রিয়াঙ্কা, নেত্রীকে দেওয়া হল পুষ্পহীন স্তবক

প্রিয়াঙ্কা গান্ধি (Photo IANS/AICC)

ভোপাল, ৭ নভেম্বর –  আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ গতবছর মধ্যপ্রদেশে জিতেও সরকার হাতছাড়া হয়ে যায় কংগ্রেসের৷ এবার  ভোট প্রচারে সে রাজ্যে যান দলের শীর্ষ স্তরের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মীরা৷ সেখানে নেত্রীর হাতে কাগজের পুস্পস্তবক ধরিয়ে দেন এক ব্যক্তি৷ দেখতে পুষ্পস্তবকের মতো হলেও তার মধ্যে নেই একটিও ফুল৷ এই উপহার দেখে হেসে ফেলেন কংগ্রেস নেত্রী৷ এই ঘটনায় স্বভাবতই বিব্রত হয়ে পড়েন দলীয় কর্মীরা সকলেই৷ কংগ্রেস নেত্রীর হাতে পুষ্পস্তবকের বদলে তুলে দেওয়া হয় একগুচ্ছ কাগজ৷
মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে মজার ঘটনার সাক্ষী হন প্রিয়াঙ্কা৷ তিনি মঞ্চে ওঠার পরে এগিয়ে আসেন দলের নেতা-কর্মীরা৷ কেউ গোলাপ ফুল দিয়ে, কেউ বা সেলফি তুলে স্বাগত জানান প্রিয়াঙ্কাকে৷ হাসিমুখেই তাঁদের সঙ্গে কথাও বলছিলেন কংগ্রেস নেত্রী৷ সেই সময়ে হাতে পুষ্পস্তবক নিয়ে এগিয়ে আসেন এক ব্যক্তি৷ তুলে দেন কংগ্রেস নেত্রীর হাতে৷ কিন্ত্ত পুষ্পস্তবক হাতে নিয়ে প্রিয়াঙ্কা বিস্মিত হয়ে দেখেন সেখানে কোনও ফুলই নেই৷
মঞ্চে থাকা নেতা-কর্মীদের প্রিয়াঙ্কা তখন প্রশ্ন করেন, এটা কী? আচমকা এই অস্বস্তিকর পরিস্থিতিতে  বিব্রত হয়ে পড়েন কংগ্রেস কর্মীরা৷ প্রিয়াঙ্কা গান্ধিও হেসে ফেলেন৷ যে ব্যক্তি পুষ্পস্তবক নিয়ে এসেছিলেন তিনি দ্রুত মঞ্চ থেকে নেমে পড়েন৷ তবে এই মজার ঘটনার পরেও নিজেকে সামলে নিয়ে ফের প্রচারের কাজ শুরু করেন প্রিয়াঙ্কা৷
গতবার সেরাজ্যে জিতেও সরকার হাতছাড়া হওয়ায় এবার মধ্যপ্রদেশে সরকার গঠন করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাত শিবির৷ জোরকদমে সেখানে প্রচার চালাচ্ছে কংগ্রেস নেতৃত্ব৷ কয়েকদিন আগেই মধ্যপ্রদেশে যান রাহুল গান্ধি৷ এবার সেখানে পা রাখেন প্রিয়াঙ্কাও৷ গেরুয়া শিবিরের সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি ও অপশাসনকে দূর করে ন্যায় ও সুশাসন ফিরিয়ে আনবে এই রাজ্যের মানুষ৷