প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে বিষয়টি খুবই গুরুতর। বিষয়টি নিয়ে রাজনীতি না করে সমস্যার সমাধানের উপর জোর দেওয়া উচিত বলে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আর্জি জানিয়েছেন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এই ঘটনার তদন্ত করছে। সেদিনের ঘটনায় যাঁরা জড়িত তাঁদের আসল উদ্দেশ্য কী ছিল তা গভীরে গিয়ে তদন্ত করা উচিত বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী।