কলকাতা:- ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়তে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে তুলনামূলকভাবে ভালো ফল করেছে বঙ্গ বিজেপি। ধীরে ধীরে বাংলায় নিজেদের সংগঠন মজবুত করছে বিজেপি সরকার। কিন্তু, ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে টার্গেট রেখে এই বছর থেকেই মাঠে নেমে পড়তে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। সূত্রের খবর, জানা গিয়েছে, এই লক্ষ্যে বড়সড় সংগঠনিক বৈঠকে বসছে বঙ্গ বিজেপি। বিজেপি দল সূত্রে জানা গেছে, বৈঠকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উচ্চ স্তরের নেতারা দলের প্রধান স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ছাড়াও রাজ্য বিজেপির নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে দলের প্রচার কৌশল-সহ একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। দলের ভিত এখনও যথেষ্ট নড়বড়ে। সমস্ত জেলা এবং বুথ স্তরের নেতানেত্রীদের কঠোর অনুশাসন মেনে চলতে হবে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দেওয়া এই বার্তার পরেও দলের সমস্যা পুরোপুরি নির্মূল হয়নি। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে বাংলায় পদ্মপক্ষের স্ট্র্যাটেজি কী হবে, সেই বিষয়েও আজ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।