• facebook
  • twitter
Monday, 28 April, 2025

অসুস্থ প্রধানমন্ত্রী মা হীরাবেন ভর্তি হাসপাতালে

ভদোদরা, ২৮ ডিসেম্বর– গতকালই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাদা ও নাতি। আর আজ ফের দুঃসংবাদ। অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। বুধবার তাঁকে অহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভদোদরা, ২৮ ডিসেম্বর– গতকালই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাদা ও নাতি। আর আজ ফের দুঃসংবাদ। অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। বুধবার তাঁকে অহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রী ভাই প্রহ্লাদ মোদি গাড়ি দুর্ঘটনায় আহত হন। ছেলে, পুত্রবধূ ও নাতির সঙ্গে বান্দিপুরে যাচ্ছিলেন তিনি। কর্নাটকে যাওয়ার পথে মাইসুরুতে ডিভাইডারে ধাক্কা মারে তাঁরা গাড়ি। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর ভাইকে জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।