দিল্লি, ১৮ অক্টোবর – আকাশপথে হামলায় গাজার আল আহলি হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় প্রাণ গেছে ৫০০ র বেশি মানুষের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি শোকপ্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন , ‘গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সাম্প্রতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের হতাহতের ঘটনা গুরুতর চিন্তার বিষয়। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের এর দায় নিতে হবে। ‘ অন্যদিকে হাসপাতালে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। বাইডেন এবার তাঁর জাতীয় নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, এই বিস্ফোরণে ঘটনাটি ঠিক কী হয়েছে তা নিয়ে তথ্য জোগাড় করতে হবে। প্রেসিডেন্ট বাইডেন তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘আল আহলি আরব হাসাপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি প্রচন্ড বিরক্ত ও কষ্ট পেয়েছি। যেভাবে প্রাণহানি হয়েছে তা খুবই দুঃখের। এই খবর শোনার পরেই আমি জর্ডনের রাজা আবদুল্লাহ ২, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি। ঠিক কী হয়েছে সেব্যাপারে তথ্য সংগ্রহের জন্য আমি ন্য়াশানাল সিকিওরিটি টিমকে নির্দেশ দিয়েছি।’
হাসপাতালে মৃতদের অধিকাংশই নারী ও শিশু। হামাসের অভিযোগ, ওই হামলার পিছনে রয়েছে ইজরায়েলি সেনা। যদিও তেল আভিভ কাঠগড়ায় তুলছে প্যালেস্টাইনে এক জঙ্গি গোষ্ঠীকে। বুধবারই তেল আভিভে পৌঁছনোর কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।
হামাসের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বন্দি থাকা ইজরায়েলি ও বিদেশিদের মুক্তি দিতে রাজি । তবে তার জন্য একটা শর্ত রয়েছে। ইজরায়েলকে গাজায় গোলাবর্ষণ বন্ধ করতে হবে। হামাসের ঘাঁটিতে হামলা বন্ধ করলেই হামাস বন্দিদের অবিলম্বে মুক্তি দেবে।