• facebook
  • twitter
Monday, 16 September, 2024

২ দিনের সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 

কলকাতা, ২৭ মার্চ – ২ দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বেলা ১২ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রাষ্ট্রপতি। সেখান থেকে চপারে তিনি রেসকোর্সে নামেন।   সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রৌপদী মুর্মুকে উত্তরীয় পরিয়ে, পুষ্প স্তবক দিয়ে বরণ করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।  রেসকোর্স থেকে ১২ টা ৪৫ মিনিটে গাড়িতে

কলকাতা, ২৭ মার্চ – ২ দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বেলা ১২ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রাষ্ট্রপতি। সেখান থেকে চপারে তিনি রেসকোর্সে নামেন।   সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রৌপদী মুর্মুকে উত্তরীয় পরিয়ে, পুষ্প স্তবক দিয়ে বরণ করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।  রেসকোর্স থেকে ১২ টা ৪৫ মিনিটে গাড়িতে নেতাজি ভবনে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেতাজির স্মৃতিবিজড়িত বাসভবন ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো পৌঁছন দেড়টা নাগাদ। সেখানে তাঁকে বরণ করে নেন ব্রাত্য বসু সহ অন্যান্য বিশিষ্টরা। দুপুরের মধ্যে রাজভবনে পৌঁছবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানেই তাঁর  মধ্যাহ্নভোজন সারবেন। তার পর বিকেলে যাবেন নেতাজি ইন্ডোরে। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম কলকাতায় এলেন দ্রৌপদী মুর্মু। সোম এবং মঙ্গলবার একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। মঙ্গলবার তাঁর বেলুড় মঠে যাওয়ার কথা।  কলকাতা থেকে তিনি যাবেন শান্তিনিকেতনে। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।