• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বি এফ.৭ এর হাত থেকে বাঁচতে যে যে সাবধানতা গুলো অবলম্বন করতে হবে 

কলকাতা ,২৩ ডিসেম্বর — টানা দুবছর করোনার সাথে লড়াই করার পর মানুষ একটু সস্তির মুখ দেখেছিলো ২০২২ এ এসে। কিন্তু ২০২২ এর শেষে এসে মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। পুনরায় দরজায় করা নাড়াচ্ছে। মরণ ব্যাধি অমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বি এফ.৭। ইতিমধ্যেই চীন ও আমেরিকার দেশে মহামারী শুরু হয়ে গেছে। সারা বিশ্বব্যাপী জুড়ে সবার কাছে চিন্তার বিষয়। ভারত

কলকাতা ,২৩ ডিসেম্বর — টানা দুবছর করোনার সাথে লড়াই করার পর মানুষ একটু সস্তির মুখ দেখেছিলো ২০২২ এ এসে। কিন্তু ২০২২ এর শেষে এসে মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। পুনরায় দরজায় করা নাড়াচ্ছে। মরণ ব্যাধি অমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বি এফ.৭। ইতিমধ্যেই চীন ও আমেরিকার দেশে মহামারী শুরু হয়ে গেছে। সারা বিশ্বব্যাপী জুড়ে সবার কাছে চিন্তার বিষয়।

ভারত সরকার দেশবাসীকে সচেতন থাকার ও মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন। এদেশে যদিও সেইভাবে প্রভাব ফেলতে পারিনি এখনো। তবুও আমাদের গতবারের মতো এইবার ও সাবধানতা অবলম্বন করতে হবে। আসুন জেনে নেওয়া যাক আমরা এই মরণ ব্যাধির মোকাবিলা করতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে–

সবার প্রথম অতি অবশ্যই মাস্ক পড়তে হবে।

স্যানিটাইজার ব্যবহার করতে হবে। হাত সবসময় স্যানিটাইজ করতে হবে।

জ্বর ,সর্দি ও কাশি হলে সাবধান থাকতে হবে। অন্যদের থেকে দূরে থাকতে হবে। দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

বেশি করে জল ও সবুজ শাকসবজি খেতে হবে।

ছোট বাচ্চাদের সাবধানে রাখতে হবে। যাতে তাদের ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য  রাখতে হবে।

বেশি বাড়াবাড়ি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।

কোনো কিছু ধরার  পর ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। 

বাইরে থেকে এসে জামাকাপড় ধুয়ে দিতে হবে।