পাটনা , ২৬ এপ্রিল – ভোট কুশলী পিকের নিশানায় এবার তেজস্বী যাদব। রাজনৈতিক ময়দানে নামার আগেই কটাক্ষবান তেজস্বী যাদবকে লক্ষ্য করে। পরোক্ষে তেজস্বী যাদবকে নিষ্কর্মা বলে উল্লেখ করলেন তিনি। একইভাবে বিহারের মহাজোট সরকারকে খুঁড়িয়ে চলা সরকার বলে মন্তব্য করেন পিকে এ যাবৎ তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি।কিন্তু রাজনীতির আঙিনায় প্রবেশের আগেই তিনি কড়া ভাষায় আক্রমণ শানালেন বিহারের মহাজোটের তারকাদের। তেজস্বী যাদবকে নিষ্কর্মা বলে অভিহিত করলেন এবং বিহারের মহাজোট সরকারকে খোঁড়া সরকার বলে কটাক্ষ করলেন তিনি।