দিল্লি, ৮ জুন – কলেজের বন্ধুদের সঙ্গে নায়াগ্রার জলপ্রপাত দেখতে গিয়ে পা পিছলে জলপ্রপাতের মধ্যে পড়ে যান ২১ বছরের ভারতীয় তরুণী পুণমদীপ কৌর। নায়াগ্রা জলপ্রপাতের অপরূপ শোভা দেখতে গিয়েই ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। এক পলকের ভুলে পা পিছলে পুণম পড়ে তলিয়ে যান জলরাশির অতলে। তার পর এক সপ্তাহ কাটতে চললেও পুনমের কোনও খোঁজ মেলেনি। কানাডার পুলিশ এখনও তল্লাশি অভিযান জারি রেখেছে । মেয়েকে ফিরে পাওয়ার আশায় জলন্ধরের বাড়িতে প্রহর গুনছেন পুনমের মা পরমিন্দর কৌর ।
উচ্চশিক্ষার কারণে কানাডায় যাওয়া, সেখানেই পড়াশোনা করেন পুণমদীপ। ১ জুন বন্ধুদের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাত দেখতে যান। সেখানেই পা পিছলে নীচে পড়ে যান পুণম। সেই খবর বাড়িতে এসে পৌঁছনোর পর থেকে দু’চোখের পাতা এক করতে পারেননি মা পরমিন্দর কৌর। বাড়িতে মায়ের সঙ্গেই রয়েছেন পুণমের ছোট ভাই। মানসিকভাবে বিধ্বস্ত তিনিও। পরমিন্দর বলছেন, ‘‘আমি কী করে ধরে নেব মেয়ে আর ফিরবে না ? ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। কোথা থেকে কী হয়ে গেল!’’
পুণমের বাবা থাকেন ম্যানিলায়। খবর পেয়ে তিনিও জলন্ধরের বাড়িতে ফিরছেন। এই দুঃসময়ে আত্মীয়-পরিজন ঘিরে রয়েছেন মা পরমিন্দর ও তাঁর ছোট ছেলেকে। পুণমের কাকা বলকর সিংহ জানান, কানাডার নায়াগ্রা পার্ক থানা থেকে তাঁদের খবর দেওয়া হয়। তাঁরা জানিয়েছেন, সমস্ত রকম ভাবে চেষ্টা করা হচ্ছে। বলকর আরও বলেন, ‘‘ওঁরা আমাদের জানিয়েছেন, বিষয়টি খুবই কঠিন। কিন্তু তবুও তাঁরা হাল ছাড়ছেন না। ওঁরা মনে করছেন, পুণমের খোঁজ পাওয়া এখনও সম্ভব। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’’
কানাডায় পড়াশোনা করেন পুণমের দুই আত্মীয় ভাই। তাঁরাও পুনমের খোঁজে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিভাবে পুনমের খোঁজ পাওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন , কিন্তু এখনও পর্যন্ত কোনও আসার খবর পাওয়া যায়নি। ।