অনলাইনে গেম খেলে কর্তৃপক্ষের রোষের মুখে পড়তে হল পুলিশের এক সাব-ইনস্পেক্টরকে৷ দেড় কোটি টাকা জেতার পর পরই তাঁকে সাসপেন্ড করে ‘শাস্তি’ দেওয়া হল৷ ঘটনাটি মহারাষ্ট্রের পুণের৷
সাব-ইনস্পেক্টরের নাম সোমনাথ ঝেন্ডে৷ তিনি পিম্পরি-চিঞ্চওয়ারে একটি থানায় কর্মরত৷ দিন কয়েক আগে একটি জনপ্রিয় অনলাইন গেম খেলে দেড় কোটি টাকা জেতেন৷ তাঁর এই কোটি টাকা জেতার খবর ঝডে়র বেগে ছডি়য়ে পডে়৷ পুলিশের উচ্চ মহলেও সেই খবর পৌঁছয়৷ আর তার পরই সোমনাথের বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ৷
পিম্পরি-চিঞ্চওয়াড় জেলার পুলিশ সুপার সোমনাথের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন৷ সোমনাথের বিরুদ্ধে দুর্ব্যবহার, পুলিশের ভাবমূর্তিকে নষ্ট করা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তদন্ত শুরু হয়৷ তদন্তে জানা গিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও রকম অনুমতি ছাড়াই অনলাইন গেম খেলেছেন সোমনাথ৷ শুধু তাই-ই নয়, দেড় কোটি টাকা জেতার পর পুলিশের উর্দি পরেই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন৷ আর তার পরই এই সাব-ইনস্পেক্টরের উপর শাস্তির খাঁড়া নেমে আসে৷ সোমনাথকে সাসপেন্ড করা হয়৷
ডেপুটি পুলিশ কমিশনার, স্বপ্না গোরে এই ঘটনার তদন্ত করছেন৷ তিনি সংবাদমাধ্যমে বলেন, “তদন্তের পর জানা গিয়েছে যে, কোনও রকম অনুমতি ছাড়াই অনলাইন গেম খেলেছেন সোমনাথ ঝেন্ডে৷ তার পরই ওঁকে সাসপেন্ড করা হয়েছে৷ এই ঘটনার মাধ্যমে এই বার্তাই দেওয়া হল যে, এই ধরনের অনলাইন গেম থেকে যেন পুলিশকর্মীরা বিরত থাকেন৷ যদি তাঁরা খেলেন, তা হলে তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে৷”