দিল্লি, ১১ মার্চ– বিপুল পরিমানে ‘ডিস্কো বিস্কুট’ নামে মাদক বাজেয়াপ্ত করল দিল্লি পুলিশ। গ্রেটার নয়ডা এলাকায় গোপনে এই মাদকের কারবার চলছিল। বাজেয়াপ্ত ‘ডিস্কো বিস্কুট’এর বাজারমূল্য ৬০ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
‘ডিস্কো বিস্কুট’ আসলে মেথাকুয়ালন নামেও পরিচিত। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল হলিউড অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিওর ছবি ‘দ্য উল্ফ অফ ওয়াল স্ট্রিট’। এই ছবির মুখ্যচরিত্রকে ওই মাদক নিতে দেখা গিয়েছিল। তার পর থেকেই এই মাদকের রমরমা বাড়তে থাকে।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই মাদকচক্রের কারবারিরা পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের বাসিন্দা। যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন নামানি আহুকাজুর, ফ্র্যাঙ্ক ওমরএলইব্রাহিম এবং শিনেজ়। গত ২ বছর ধরে এ দেশে ওই ৩ বিদেশি যুবক এই কারবার চালাচ্ছিলেন। তাঁদের কাছে কোনও বৈধ নথি নেই।