কলকাতা ,৮ সেপ্টেম্বর — গত ৫ অগস্ট থানার লকআপে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। জানা যায়, দীপঙ্কর সাহা নামে ওই যুবক এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। গল্ফগ্রিনের আজাদগড় এলাকার বাসিন্দা দীপঙ্করের পরিবারের অভিযোগ ছিল, তাদের ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তার পর রাত ৯টা নাগাদ গুরুতর জখম অবস্থায় রাস্তার পাশে তাঁকে ফেলে দিয়ে যায় বাড়ির সামনে। কিন্তু রাতে অসুস্থতা বাড়ায় এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
ওই ঘটনায় মৃতের বাড়ির লোক থানার সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার দাবি করেছেন হাইকোর্টে। তাদের ধারণা দীপঙ্কর কে মারধর করা হয়েছে বলে তার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি মেনে এদিন শুনানি শেষে বিচারপতি মান্থার নির্দেশ দেন, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে থানাকে।