• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দুই সন্দেহ ভাজন কে হাওড়া স্টেশনে ধরলো পুলিশ 

হাওড়া ১৯ আগস্ট — বিকেল ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর গেটের কাছে। দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে বেরোতে দেখেন  আরপিএফ কর্মীরা।অনেক্ষন থেকে তারা ঘুরঘুর করছিলো। তাঁদের চলাফেরা দেখে সন্দেহ হয় আরপিএফের। সঙ্গে সঙ্গে দুজনকে পাকড়াও করে ব্যাগ পরীক্ষা করা হয় । লক্ষ লক্ষ টাকা বেরিয়ে আসে ব্যাগ থেকে। সঙ্গে

হাওড়া ১৯ আগস্ট — বিকেল ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর গেটের কাছে। দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে বেরোতে দেখেন  আরপিএফ কর্মীরা।অনেক্ষন থেকে তারা ঘুরঘুর করছিলো। তাঁদের চলাফেরা দেখে সন্দেহ হয় আরপিএফের। সঙ্গে সঙ্গে দুজনকে পাকড়াও করে ব্যাগ পরীক্ষা করা হয় । লক্ষ লক্ষ টাকা বেরিয়ে আসে ব্যাগ থেকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ব্যাঙ্ক কর্মীদের। মেশিন এনে শুরু হয় টাকা গোনা। তাদের দুটো ব্যাগ থেকে উদ্ধার হয়েছে মোট সাড়ে আটত্রিশ লক্ষ টাকা।

আটক দুই যুবকের নাম রুস্তম আনসারী (৩৯) এবং শুভম ভার্মা (২০)। এর মধ্যে রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। আরপিএফের হাতে আটক হতেই খবর যায় আয়কর দফতরে। বর্তমানে তাদের কলকাতার ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে।