• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মনোরঞ্জনের ডায়রি ধরিয়ে দিল পুলিশ কর্তার ইঞ্জিনিয়ার ছেলেকে!

দিল্লি, ২১ ডিসেম্বর– সংসদে হামলা কাণ্ডে বুধবার দিল্লি পুলিশ কর্নাটকের বাগালকোট থেকে এক ইঞ্জিনিয়ারকে আটক করে৷ আটকের আকেরটি পরিচয় ওই যুবক কর্নাটক পুলিশের এক অবসরপ্রাপ্ত শীর্ষ কর্তার ছেলে৷ পুলিশের তদন্ত বলছে গত সপ্তাহে সংসদে হামলার পিছনে তাঁর হাত রয়েছে৷ বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনা হচ্ছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন ডি-র ডায়রি থেকেই সাইকৃষ্ণের

দিল্লি, ২১ ডিসেম্বর– সংসদে হামলা কাণ্ডে বুধবার দিল্লি পুলিশ কর্নাটকের বাগালকোট থেকে এক ইঞ্জিনিয়ারকে আটক করে৷ আটকের আকেরটি পরিচয় ওই যুবক কর্নাটক পুলিশের এক অবসরপ্রাপ্ত শীর্ষ কর্তার ছেলে৷ পুলিশের তদন্ত বলছে গত সপ্তাহে সংসদে হামলার পিছনে তাঁর হাত রয়েছে৷ বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনা হচ্ছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন ডি-র ডায়রি থেকেই সাইকৃষ্ণের জাগালি নামে ওই যুবকের নাম উঠে আসে৷ সংসদ হামলায় প্রধান অভিযুক্ত মনোরঞ্জন ডি-র বন্ধু ওই যুবক৷ দু’জনে একসঙ্গে বেঙ্গালুরু কলেজে পড়ত৷ এরপরই বুধবার রাতে দিল্লি পুলিশ কর্নাটক থেকে সাইকৃষ্ণকে আটক করে৷ সাইকৃষ্ণের বাবা কর্নাটক পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট৷ গত ১৩ ডিসেম্বর সংসদের ভিতরে রং বোমা নিয়ে হামলা করে দুই যুবক৷ দর্শকাসন থেকে ঝাঁপ দেয় মনোরঞ্জন ডি ও সাগর শর্মা নামক দুই যুবক৷ লোকসভার ওয়েলে ঝাঁপ দেওয়ার পর হলুদ স্মোক বম্ব নিয়ে স্পিকারের দিকে ছুটে যায়৷ সংসদের বাইরে থেকে আরও দুইজনকে আটক করা হয়৷ এখনও অবধি মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে৷
সেদিনের ঘটনার মাস্টারমাইন্ড বলা হচ্ছে যে ললিত ঝা-কে, তার আবার বাংলা যোগ রয়েছে৷ বছরখানেক আগে কলকাতার বড়বাজারের কাছে একটি বাডি়তে ভাড়া থাকত সে৷ সেখানে কয়েকজন বাচ্চাকে টিউশন পড়াত ললিত৷ পরে অবশ্য ভাড়া বাডি় ছেডে় চলে যায়৷