কলকাতা,৫ মার্চ — দিল্লি যাওয়া রুখতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। শনিবার আদালত সেই আর্জি খারিজ করে দেয়। হাই কোর্টের নির্দেশ প্রয়োজন মনে করলে ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে। তবে তার আগে কলকাতার কেন্দ্রীয় কোনও হাসপাতাল থেকে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে।
শনিবার সন্ধ্যায় ইডি আসানসোল জেলে চিঠি পাঠায়। জানতে চাওয়া হয়, কখন কলকাতার উদ্দেশে অনুব্রতকে রওনা করাবেন জেল কর্তৃপক্ষ। কিন্তু পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা অনুব্রতকে কলকাতা নিয়ে যেতে কোনো রকম নিরাপত্তা দিতে পারবে না । এবার দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে পিছপা হলো ইডিও।সুতরাং এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কেষ্টকে দিল্লি নিয়ে যাবে কে?
সূত্রের খবর, আসানসোল জেল কর্তৃপক্ষকে ইডি জানিয়েছে, যে ভাবে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, সে ভাবেই অনুব্রতকেও নিয়ে যেতে হবে। সোমবার একই বিষয়ে আসানসোল সিবিআই আদালতেরই দ্বারস্থ হওয়ার কথা ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে।