দিল্লি, ৪ নভেম্বর– দূষণের বিষে দগ্ধ দিল্লির অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্কুল। কবে খুলবে তা অজানা। বিশেষজ্ঞের কথায়, রাজধানীর বাতাস বিষাক্ত।
এই পরিস্থিতিতে আগামীকাল শনিবার থেকে দিল্লিতে প্রাইমারি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার জানিয়েছেন, সরকারি, বেসরকারি, সব প্রাইমারি স্কুলই আপাতত বন্ধ রাখা হবে। তাঁর কথায়, বাচ্চাদের বাড়ির বাইরে বের না করাই ভাল।
এদিকে, বায়ু দূষণ আটকাতে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে জনস্বার্থ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ৯ নভেম্বর সর্বোচ্চ আদালত ওই মামলা শুনবে।
কেজরিওয়াল আজ বলেন, দূষণ কমাতে ফের গাড়ির জোড়-বিজোড় ব্যবস্থা ফেরানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে। আগেরবার এই ব্যবস্থার সুফল মিলেছিল।জোড়-বিজোড় ব্যবস্থায় জোড় ও বিজোড় সংখ্যার গাড়ি চলাচল একদিন অন্তর বন্ধ রাখা হয়। দিল্লির বাইরে থেকে আসা যাওয়া করা গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হবে।