• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মন্ত্রীদের রামলালা দর্শনে যেতে মানা প্রধানমন্ত্রীর

দিল্লি, ২৫ জানুয়ারি– রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আযোধ্যা মন্দিরের দ্বার আম জনতার জন্য খুলে দেওয়া হয়েছে৷ আর এরপরই বাধে বিপত্তি৷ দর্শনের লাইনে হুড়োহুড়ি ধাক্কা কিছুই বাদ যায়নি বুধবার৷ প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয় মন্দির চত্বরে৷ ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ৷ ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পডে়ন অনেকে৷ উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, গত কাল অযোধ্যায় প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল৷

দিল্লি, ২৫ জানুয়ারি– রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আযোধ্যা মন্দিরের দ্বার আম জনতার জন্য খুলে দেওয়া হয়েছে৷ আর এরপরই বাধে বিপত্তি৷ দর্শনের লাইনে হুড়োহুড়ি ধাক্কা কিছুই বাদ যায়নি বুধবার৷ প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয় মন্দির চত্বরে৷ ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ৷ ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পডে়ন অনেকে৷ উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, গত কাল অযোধ্যায় প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল৷ আজ সংখ্যাটা তিন লক্ষ ছুঁয়েছে৷ সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের আপাতত অযোধ্যায় যেতে বারণ করেছেন প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর, মন্ত্রীরা রামমন্দিরে দর্শনে গেলে তাতে নিরাপত্তা ও প্রোটোকলের জেরে আমজনতার উপরে কড়াকডি়র সম্ভাবনা তো রয়েইছে, উপরন্ত্ত চলতি সপ্তাহ থেকে গেরুয়া শিবিরের উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের রামলালা দর্শনে নিয়ে আসার কথা রয়েছে৷ তাতেও বাড়তি ভিডে়র আশঙ্কা রয়েছে৷ এর মধ্যে ভিআইপি-রা এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে৷ সেই সব কথা মাথায় রেখেই প্রাথমিক ভাবে মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রীদের রামলালা দর্শনে যেতে বলেছেন প্রধানমন্ত্রী, কারণ তখন ভিডে়র ধাক্কা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে৷
যোগীও ভিআইপি-দের উদ্দেশে অনুরোধ রেখেছেন, তাঁরা অযোধ্যায় এলে যেন নির্ধারিত সফরের অন্তত এক সপ্তাহ আগে স্থানীয় প্রশাসন বা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সে কথা জানান৷
তবে এই নির্দেশের পেছনে রাজনীতিও দেখতে পাচ্ছেন রাজনীতিবিদরা৷ কারণ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাই মার্চ নাগাদ মন্ত্রীরা একে একে রামলালা দর্শনে গেলে দেশ জুডে় হিন্দুত্বের হাওয়া তোলা যাবে বলে বিজেপির শীর্ষ নেতৃত্বের মত৷ বস্তুত, সেই হাওয়া তুলতেই তডি়ঘডি় অসম্পূর্ণ মন্দির উদ্বোধন হয়েছে বলে বিরোধী শিবিরের অভিযোগ৷
রামলালা দর্শনের দিনক্ষণ স্থির হয়ে রয়েছে বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীদের৷ আগামী ৩১ জানুয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার যেমন অযোধ্যায় যাওয়ার কথা রয়েছে, তেমনই ১ ফেব্রুয়ারি অযোধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ২ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী, ৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের একনাথ শিন্দে, তার পরের দিন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং ৯ ফেব্রুয়ারি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর অযোধ্যায় যেতে পারেন৷ ১২ ফেব্রুয়ারি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, ১৫ ফেব্রুয়ারি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, ২২ ফেব্রুয়ারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, ২৪ ফেব্রুয়ারি গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ও ৪ মার্চ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের রামলালা দর্শনের পরিকল্পনা রয়েছে৷ মন্ত্রিসভার সতীর্থেরাও যাবেন তাঁদের সঙ্গে৷ কিন্ত্ত আজ মোদীর ওই পরামর্শের পরে তাঁদেরও রামলালা দর্শনের দিনক্ষণ পাল্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে৷