দিল্লি, ১৭ নভেম্বর – ডিপফেক ভিডিও নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে এদিন নাগরিকদের সচেতন করার কথা বলেন তিনি৷ সংবাদমাধ্যমের কাছে তাঁর অনুরোধ, এ বিষয়ে সাধারণ মানুষকে শিক্ষিত করা হোক৷
ডিপফেক ভিডিও ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুডে় শোরগোল৷ রশ্মিকা থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, অনেক অভিনেত্রীই এর শিকার হয়েছেন৷ এর নন্দায় সরব হয়েছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ৷ এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরও ডিপফেক ভিডিও তৈরি হয়েছিল বলে দাবি মোদির৷
শুক্রবার দিল্লিতে দলের সদর দফতরে বিজেপির দিওয়ালি মিলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত সাংবাদিকদের ডিপফেক ভিডিও নিয়ে সতর্ক করেন৷ তিনি বলেন, ”কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়কালে এটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রযুক্তিকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত৷ সাধারণ মানুষকে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আরও শিক্ষিত করে তুলতে হবে৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডিপফেক নিয়ে সচেতনতা গডে় তোলা৷” এরপর প্রধানমন্ত্রীর সংযোজন, ”সম্প্রতি আমি একটি ভিডিও দেখলাম, যেখানে আমাকে গান গাইতে দেখা যাচ্ছে৷ দেখলাম আমি গরবা নাচ করছি৷ যারা আমায় ভালোবাসেন সেটা ফরওয়ার্ডও করেছেন৷ নয়াদিল্লিতে দিওয়ালি মিলন উৎসবের দিন সেই ভিডিও করা হয়েছে বলে বোঝা যাচ্ছে৷বিজেপির হেড কোয়ার্টারে এই ভিডিও করা হয়েছে৷ বিশ্বাস করুন আমি স্কুলের পর কোনওদিনও গরবা নাচ করিনি৷” প্রধানমন্ত্রীর বার্তাতেই স্পষ্ট হয়েছে, এটি তাঁর ডিপফেক ভিডিও৷ তিনি বলেন, তাঁর ছবি সুপার ইমপোজ করা হয়েছে ৷ তিনি বিজেপির দিওয়ালি মিলন উৎসবে উপস্থিত থাকলেও গান গাননি কিংবা গরবা ডান্স করেননি৷
সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী আরও বলেন, ” বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমাদের৷ সাধারণ মানুষের থেকে আমরা ‘ভোকাল ফর লোকাল’ কর্মসূচিতে খুব সাড়া পেয়েছি৷” কিন্ত্ত, টেকনোলজির এই ধরণের অপব্যবহার কাম্য নয় বলেই স্পষ্ট বার্তা দেন মোদি ৷ সেই সঙ্গে সকলকে এই নিয়ে সচেতনতা গডে় তোলার উপরও জোর দেন তিনি৷
তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত রাজীব চন্দ্রশেখর আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই ডিপফেক এবং কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করেছিলেন৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরণের ভিডিয়ো ছডি়য়ে গেলে তা নিয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণেরও আর্জি রেখেছেন তিনি৷