নিউ ইয়র্ক, ৯ নভেম্বর– প্রায় দেড় হাজার কোটিতে বিক্রি হল পিকাসোর বিখ্যাত ছবি ‘উইম্যান উইথ এ ওয়াচ’৷ ১৮৩২ সালে পাবলো পিকাসো এই ছবিটি এঁকেছিলেন৷ এটাই পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি৷ নিউ ইয়র্কে সদবিস-এর নিলামে ছবিটি বিক্রি হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী৷
বিশেষজ্ঞরা যাকে ফরাসি শিল্পী মেরি ওয়াল্টার বলে চিহ্নিত করেছেন৷ এর আগে পিকাসোর ছবি নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস সবচেয়ে বেশি দামে বিক্রি করেছিল৷ ‘লে ফেম দ’ আলজের’ থেকে অনুপ্রাণিত হয়ে ১৫টি ছবি আঁকেন পিকাসো৷ তারই একটি প্রায় এক হাজার ৯০০ কোটি টাকায় বিক্রি হয়েছিল৷