৩০০ ছাড়াল জ্বালানির দাম, আরও বিপাকে আম পাকিস্তানী 

Petrol. (File Photo: IANS)

ইসলামাবাদ, ১ সেপ্টেম্বর– আর বিপাকে পাকিস্তানের সাধারণ জনগণ। পাকিস্তানের ইতিহাসে প্রথমবার জ্বালানির দাম ছাড়িয়ে গেল ৩০০র ঘর।বৃহস্পতিবার সন্ধ্যায় পাক অর্থ মন্ত্রণালয় প্রতি লিটারে পেট্রলের দাম ১৪.৯১ টাকা এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ১৮.৪৪ টাকা বাড়ানোর ঘোষণা করে ।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পেট্রলের দাম প্রতি লিটারে বেড়ে ৩০৫.৩৬ রুপি এবং ডিজেলের দাম ৩১১.৮৪ টাকায় পৌঁছেছে। 

এর আগে গত ১ আগস্ট পাকিস্তান সরকার পেট্রলের দাম লিটার প্রতি ১৯.৯৫ টাকা বৃদ্ধি করেছিল। সেইসঙ্গে ডিজেলের দাম বাড়িয়েছিল ১৯.৯০ টাকা । 


কয়েক দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। নজিরবিহীন মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতিতে দেশটির সাধারণ মানুষের একপ্রকার নাজেহাল। এতে দেশটিতে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া।