• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

৮১ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য খোলা বাজারে বিক্রি ৬৬ লক্ষে

দিল্লি, ৩১ অক্টোবর– কোটি কোটি দেশবাসীর আধার কার্ডের তথ্য এখন হ্যাকারদের হাতে৷ অন্ধকার আন্তর্জালে সেসব তথ্য রীতিমতো নিলাম ডেকে বিক্রি হচ্ছে৷ দর উঠছে ৮০ হাজার ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ৬৬ লক্ষ টাকা৷ রিসিকিউরিটি হান্টার ইউনিট নামে এক মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, করোনাকালে কোভিড টেস্টের সময় আধার তথ্য জমা দিতে হচ্ছিল মানুষজনকে৷ ডিজিটাল সার্ভার থেকে

দিল্লি, ৩১ অক্টোবর– কোটি কোটি দেশবাসীর আধার কার্ডের তথ্য এখন হ্যাকারদের হাতে৷ অন্ধকার আন্তর্জালে সেসব তথ্য রীতিমতো নিলাম ডেকে বিক্রি হচ্ছে৷ দর উঠছে ৮০ হাজার ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ৬৬ লক্ষ টাকা৷
রিসিকিউরিটি হান্টার ইউনিট নামে এক মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, করোনাকালে কোভিড টেস্টের সময় আধার তথ্য জমা দিতে হচ্ছিল মানুষজনকে৷ ডিজিটাল সার্ভার থেকে সেই তথ্যই হ্যাক করে চুরি হয়েছে৷ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের মতো দেশের শীর্ষ চিকিৎসা ও গবেষণা কেন্দ্রগুলোর সার্ভার থেকেই আধার তথ্য চুরি গেছে বলে দাবি করেছেন মার্কিন সাইবার সিকিউরিটি বিভাগের বিশেষজ্ঞরা৷ গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই চরম বেকায়দায় পড়েছে মোদি সরকার৷ কারণ, কোভিড পরীক্ষা সংক্রান্ত তথ্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, আইসিএমআর ও স্বাস্থ্যমন্ত্রকের হাতে ছিল৷ কাদের গাফিলতিতে তা ফাঁস হল সে নিয়ে তদন্ত শুরু হবে বলে জানা গেছে৷
সাইবার বিশেষজ্ঞরা আগেই সাবধান করে বলেছিলেন, আধার কার্ডের মাধ্যমে আঙুলের ছাপের মতো অতি ব্যক্তিগত তথ্য সহজেই পৌঁছে যাচ্ছে জালিয়াতদের হাতে৷ তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ৷ সাধারণত সম্পত্তি বা অন্যান্য প্রয়োজনে রাজ্যবাসীর কাছ যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় সরকারের তরফে, তাতে আধার কার্ডের তথ্যও থাকে৷ পরে এই তথ্য আপলোড করা হয় সরকারি ওয়েবসাইটে৷ wbregistration.gov.in ছাড়াও সংশ্লিষ্ট বেশ কিছু ওয়েবসাইটে এই আধার কার্ডের তথ্য আপলোড করা হয়ে থাকে৷ কলকাতা পুলিশ এ ব্যাপারেই সতর্ক করেছে৷ তারা জানিয়েছে, এই ধরনের ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড করার সময় সেগুলি আড়াল করার ব্যবস্থা করা হয় না৷ ফলে সহজেই সেগুলো বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইট থেকে আধার তথ্য চুরির চেষ্টা হচ্ছে৷