• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তিন দশক পর ভূস্বর্গ কাঁপছে ‘পাঠান’ জ্বরে 

জম্মু, ২৭ জানুয়ারি– প্রায় তিন দশক হল ভূস্বর্গের সিনেমা হলগুলি হাউসফুলের বোর্ড দেখল। সৌজন্যে ‘পাঠান’। একই ছবি কাশ্মীর থেকে কন্যাকুমারী, টিকিটের চাহিদা মেটাতে ভোর থেকে শুরু হয়েছে শো, চলছে গভীর রাত অবধি।  ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন শ্রীনগর শিবপুরার আইনক্সে হাউসফুল হয় ‘পাঠান’-এর শো। ছুটির মেজাজে থাকা শ্রীনগরবাসী দলে দলে ভিড় জমিয়েছিল সিনেমাহলে। বৃহস্পতিবার রাতে টুইট

জম্মু, ২৭ জানুয়ারি– প্রায় তিন দশক হল ভূস্বর্গের সিনেমা হলগুলি হাউসফুলের বোর্ড দেখল। সৌজন্যে ‘পাঠান’। একই ছবি কাশ্মীর থেকে কন্যাকুমারী, টিকিটের চাহিদা মেটাতে ভোর থেকে শুরু হয়েছে শো, চলছে গভীর রাত অবধি। 

২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন শ্রীনগর শিবপুরার আইনক্সে হাউসফুল হয় ‘পাঠান’-এর শো। ছুটির মেজাজে থাকা শ্রীনগরবাসী দলে দলে ভিড় জমিয়েছিল সিনেমাহলে। বৃহস্পতিবার রাতে টুইট করে সেকথা জানায় খোদ আইনক্স কর্তৃপক্ষ। লেখা হয়, “আজ ‘পাঠান’-এর উন্মাদনার সাক্ষী হতে দীর্ঘ ৩২ বছর পর কাশ্মীর উপত্যকায় খুবই গুরুত্বপূর্ণ ‘হাউসফুল’ বোর্ড ফিরে এল। এর জন্য আমরা কিং খানের কাছে কৃতজ্ঞ! ধন্যবাদ শাহরুখ খান।”

শুধু ২৬ জানুয়ারি নয়, ২৭ তারিখ অর্থাৎ শুক্রবারেও সেখানে ‘পাঠান’ দেখার জন্য দর্শকদের উন্মাদনা অব্যাহত। অনলাইন টিকিট বুকিং সাইট খুললে দেখা যাচ্ছে, শ্রীনগর আইনক্সে শুক্রবারের মোট ছ’টা শো-এর মধ্যে পাঁচটা ইতিমধ্যে হাউসফুল হওয়ার পথে।